এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলবে আফগানিস্তান

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৯ আপডেট: : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৫০
ফাইল ছবি

ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দল থেকে একটি পরিবর্তন নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলবে আফগানিস্তান। পেসার নাভিন উল হকের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজে খেলবেন আব্দুল্লাহ আহমাদজাই।

গত ২৪ আগস্ট এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। 

ত্রিদেশীয় সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে নাভিনকে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আহমাদজাই। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন এই ডান-হাতি পেসার। এশিয়া কাপের রিজার্ভ তালিকায় আছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। 

রশিদ খানের নেতৃত্বে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে আফগানিস্তান। এরপর ৯ সেপ্টেম্বর শুরু হওয়া এশিয়া কাপের উদ্বোধনী দিন হংকংয়ের মুখোমুখি হবে আফগানরা।  

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশহাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, নুর আহমাদ, ফরিদ আহমাদ, আব্দুল্লাহ আহমাদজাই ও ফজলহক ফারুকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০