প্রথম দিনই অলআউট বাংলাদেশ ‘এ’ দল

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:৩৪ আপডেট: : ২৮ আগস্ট ২০২৫, ১৯:৪১

ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়া সফরে একমাত্র চারদিনের ম্যাচের প্রথম দিনই অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

নিজেদের প্রথম ইনিংসে ৩৪.৫ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ৬৬ রানে নবম উইকেট পতনের পর শেষ উইকেট জুটিতে ৪৮ রান হওয়ায় ১শর নীচে গুটিয়ে যাবার লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। 

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ২০৪ রান তুলে দিন শেষ করেছে সাউথ অস্ট্রেলিয়া। ৫ উইকেট হাতে নিয়ে ৯০ রানে এগিয়ে স্বাগতিকরা। 

অস্ট্রেলিয়ার ডারউইনে চার দিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার ইফতিখার হোসেন ইফতি। দুই অংকে পা দিয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ২টি চারে ১৩ রান করেন তিনি। 

তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি অমিত হাসান। ২ রান করেন তিনি। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। 

শুরুর চাপ সামাল দিতে চতুর্থ উইকেটে ৩০ রান যোগ করেন শাহাদাত হোসেন দিপু ও অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। দলীয় ৫৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে অঙ্কনের আউটে ভাঙ্গে জুটি। এরপর ৬৬ রানে পৌঁছাতে নবম উইকেট হারিয়ে গুটিয়ে যাবার দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল। এসময় অঙ্কন ৯, শাহাদাত ২৫, ইয়াসির আলি ১, নাইম হাসান ২, হাসান মুরাদ ও হাসান মাহমুদ শূন্য হাতে ফেরেন। 

দলীয় ৬৬ রানে নবম উইকেট পতনের পর শেষ উইকেটে জুটি বাঁধেন রাকিবুল হাসান ও মোহাম্মদ এনামুল হক। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে দলের রান ১শ পার করেন তারা। শেষ পর্যন্ত দলকে ১১৪ রানের পুঁজি এনে দেন  রাকিবুল ও এনামুল। ৩ চারে রাকিবুল ২২ এবং ৪ বাউন্ডারিতে অপরাজিত ২৭ রান করেন এনামুল। সাউথ অস্ট্রেলিয়ার ওয়েস আগার-হেনরি থর্নটন ও জার্সিস ওয়াদিয়া ৩টি করে উইকেট শিকার করেন। 

জবাবে বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের তোপে  ৪৭ রানে ৪ উইকেট হারায় সাউথ অস্ট্রেলিয়া। ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ, মুশফিক হাসান, এনামুল হক ও হাসান মুরাদ।

এরপর জেসন সাংহা ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভাল অবস্থায় থেকে দিন শেষ করে অস্ট্রেলিয়া। ম্যাকগার্ক ৫২ রান করে নাইমকে ফিরতি ক্যাচ দেন। ৮৩ রানে অপরাজিত থাকেন সাংহা। তার সাথে ২৮ রানে অপরাজিত আছের হ্যারি নিয়েলসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
দেড় বছরে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
রাশিয়ার হামলায় কিয়েভে ব্রিটিশ কাউন্সিল অফিস ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে 
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে
১০