টাইগারদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ডাচ অধিনায়ক

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:৪৪

সিলেট, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১১ বছর পর বাংলাদেশে পা রেখেছে টিম নেদারল্যান্ডস। আর সিলেটের মাঠে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ। সবমিলিয়ে টাইগারদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

যদিও বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডসকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স।

সিলেটে পা রাখার একদিন পর আজ বৃৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বলেন, 'যদিও আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। তবে, এটা অবশ্যই ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ।' তবে স্বীকার করেন, নিজেদের মাটিতে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ।

আগামী ৩০ অক্টোবর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। তিনি আশা করছেন সিরিজটি হবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। 

এডওয়ার্ডসের বিশ্বাস, যে কোনো দলকেই পরাজিত করার সামর্থ্য রাখে নেদারল্যান্ডস। যদিও সিলেটের পিচ সম্পর্কে এখনো তাদের স্পষ্ট ধারণা নেই।

এই সিরিজই বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি মঞ্চ হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সিরিজে সেটিই হতে পারে নেদারল্যান্ডসের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘কোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড করলে বা জয় পেলে এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আমি মনে করি, দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আত্মবিশ্বাসও আছে।’

এশিয়ার বাইরের দল হিসেবে বাংলাদেশে সিরিজ শুরুর আগেই চ্যালেঞ্জ দেখছেন স্কট। তবে ডাচ অধিনায়ক দ্রুতই বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান।

অধিনায়ক বলেন, 'আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নেই, তখন প্রথম ম্যাচের আগে সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিস সেশনই পাই। আমাদের অনেক খেলোয়াড়ের উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব। আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন, বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগেছে।'

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুরে সিলেটে পৌঁছায় নেদারল্যান্ডস।

এদিকে আজ বিকেলে সিলেটের মাঠে প্রথম দিনের মত অনুশীলনে অংশ নেয় নেদারল্যান্ডস। বেশ ফুরফুরে মেজাজে তাদের দেখা গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে ঘাম ঝরিয়েছে ডাচরা। সন্ধ্যায় টাইগারদের অনুশীলন শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। অবশ্য গত ২০ আগস্ট সিলেটে পৌঁছে প্র্যাকটিস শুরু করেন লিটনরা।

৩০ আগস্ট শুরু হওয়া সিরিজের সবকটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
দেড় বছরে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
রাশিয়ার হামলায় কিয়েভে ব্রিটিশ কাউন্সিল অফিস ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে 
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে
১০