চট্টগ্রামে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৩

চট্টগ্রাম, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : চট্টগ্রামে প্রথমবারের মতো জেলা ও উপজেলার নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে আনার লক্ষ্যে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এসময় বিসিবি সভাপতি বলেন, ‘দেশে নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা ও তাদের বিকশিত করার জন্য এ ধরনের টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিভাগ থেকে যাত্রা শুরু হওয়া এ আয়োজন দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।’

তিনি আরও বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম থেকেই ভবিষ্যতের বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবেন।

বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, আমরা এই টুর্নামেন্ট ঝুঁকি নিয়ে শুরু করেছি। বলতে গেলে এটা সিজনও না আবার অফ সিজনও না। ভবিষ্যতের জন্য একটা পথ খুলে দিলাম।

টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশগ্রহণ করছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। মোট ২৭টি খেলায় দলগুলো অংশগ্রহণ করবে। ৮ সেপ্টেম্বর সেরা চার দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিজয়ী দল পাবে ১ লাখ টাকা।

উদ্বোধনের সময় বোর্ডের বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
দেড় বছরে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
রাশিয়ার হামলায় কিয়েভে ব্রিটিশ কাউন্সিল অফিস ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে 
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে
১০