বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:২৬

ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিবে ব্রাজিল। এই তিন দলই ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে।

আগামী বছরের এই টুর্ণামেন্টে কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল অন্যতম ফেবারিট হিসেবেই মাঠে নামবে।

আগামী ১০ অক্টোবর ৬৬ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে সন হেয়াং-মিনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া দলের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এমনটাই নিশ্চিত করেছে কোরিয়া ফুটবল এসোসিয়েশন।

কাতার বিশ্বকাপকে সামনে রেখে সর্বশেষ ২০২২ সালের জুনে প্রীতি ম্যাচ খেলতে দক্ষিণ কোরিয়া সফরে এসেছিল সেলেসাওরা। পেনাল্টি থেকে নেইমারের জোড়া গোলে ব্রাজিল ৫-১ গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করেছিল।

আনচেলত্তির দল এরপর জাপানের বিপক্ষে ৫০ হাজার আসন বিশিষ্ঠ টোকিও স্টেডিয়ামে খেলতে যাবে। জাপানিজ এফএ ইতোমধ্যেই এই তথ্য নিশ্চিত করেছে। কোরিয়ার মতই ২০২২ সালের জুনে প্রীতি ম্যাচ খেলতে জাপানেও গিয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে নেইমারের একমাত্র গোলে ব্রাজিল ১-০ ব্যবধানে জয়ী হয়েছিল।

৩৩ বছর বয়সী নেইমার ইনজুরির কারনে প্রায় দুই বছর যাবত জাতীয় দলের বাইরে রয়েছে। আনচেলত্তির সাম্প্রতিক দলেও তিনি জায়গা করে নিতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
১০