ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : ফ্রান্সের মোনাকোয় গতরাতে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে অংশ নিচ্ছে ৩৬ দল।
নতুন ফরম্যাটে দ্বিতীয়বারের মত আসরে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। চারটি নিজেদের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের মাঠে।
আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম পর্ব। পয়েন্ট তালিকার শীর্ষ ৮টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল প্লে-অফ খেলবে। প্লে অফ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠবে ৮টি দল।
শীর্ষ ৮ ও প্লে অফের ৮ দল নিয়ে আগামী বছরের মার্চে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এরপর এপ্রিলে হবে কোয়ার্টার ফাইনাল। ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল।
৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
আসন্ন মৌসুমেও ফেবারিটের তালিকায় আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও চেলসি। এই দলগুলোতে পট-১ এ রাখা হয়েছিল। পট-১ এ সাধারণত চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলগুলো থাকে। পাশাপাশি ছয়টি ঘরোয়া লিগের শীর্ষ দলও থাকে।
প্রথম পর্বে ফেভারিট দলগুলোর প্রতিপক্ষ যারা :
রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাহতি (অ্যাওয়ে)।
পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুজেন (অ্যাওয়ে), টটেনহ্যাম হটস্পার (হোম), স্পোর্তিং সিপি (অ্যাওয়ে), নিউক্যাসল ইউনাইটেড (হোম), আথলেতিক বিলবাও (অ্যাওয়ে) ।
ম্যানচেস্টার সিটি : বরুশিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুজেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বুদে/গ্লিস্ট (অ্যাওয়ে), গ্যালাতাসারে (হোম), মোনাকো (অ্যাওয়ে) ।
লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), অ্যাথলেটিকো মাদ্রিদ (হোম), এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি আইন্দোভেন (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে) ।
ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আ্যাথলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাহতি (হোম), ইউনিয়ন সেন্ট গিলোসে (অ্যাওয়ে) ।
বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং সিপি (হোম), পিএসভি আইন্দহোভেন (অ্যাওয়ে), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (হোম), পাফোস (অ্যাওয়ে)
চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম), কারাবাগ (অ্যাওয়ে)
বরুশিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বুদে/গ্লিস্ট (হোম), টটেনহ্যাম হটস্পার (অ্যাওয়ে), অ্যাথলেটিক বিলবাও (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে) ।
বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসল ইউনাইটেড (অ্যাওয়ে)।