ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:০৫

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল মহিলা চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানের সাথে ১-১ গোলে ড্র মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে বাংলাদেশ দল।

এই ড্রতে চ্যাম্পিয়ন হওয়ার পথ বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। আজ দিনের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারালে এক ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হবে ভারত। নেপালের কাছে ভারত হারলেই শিরোপা জয়ের আশা টিকে থাকবে বাংলাদেশের। 

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে সৃষ্ট আক্রমণে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন পূর্ণিমা মারমা। 

১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করার পথেই ছিল বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে রক্ষণের ভুলে গোল হজম করে বাংলাদেশ। বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মেঘলা রানীকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন ভুটানের চোর্টেন জাংমো। এতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়েও স্কোর লাইনে কোন পরিবর্তন আনতে পারেনি দুই দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই  মাঠ ছাড়তে হয়। 

এর আগে, স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছিল বাংলাদেশ। এরপর ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। তবে পরের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায় দেয় বাংলাদেশ। ফিরতি লিগে নেপালকে আবারও উড়িয়ে দেয় তারা। ৪-১ গোলে জয় পায় বাংলাদেশ। 

বাংলাদেশের সাথে আজ  ড্র করে টুর্নামেন্টে প্রথম পয়েন্টের দেখা পায় ভুটান। ৫ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে নেপাল। 

আগামী ৩১ আগস্ট একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক 
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বৈরাচারী কাঠামো বিলোপ হবে : বদিউল আলম মজুমদার 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
১০