এশিয়া কাপে শ্রীলংকা দলে হাসারাঙ্গা

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:০৯

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : দেশ সেরা স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে অন্তর্ভুক্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। 

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান হাসারাঙ্গা। ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় চলমান জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি তিনি। ফলে এশিয়া কাপ দলে হাসারাঙ্গার খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিল। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন হাসারাঙ্গা।  

বাংলাদেশ সিরিজ থেকে চারটি পরিবর্তন এনে এশিয়া কাপের দল সাজিয়েছে শ্রীলংকা। বাদ পড়েছেন আবিষ্কা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা।

তাদের জায়গায় দলে ফিরেছেন হাসারাঙ্গা, নুয়ানিদু ফার্নান্দো, কামিল মিশারা ও পেসার দুশমান্থ চামিরা। 

আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলংকা। বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে লংকানরা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলংকা। 

এশিয়া কাপ দল : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
গাজীপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
১০