ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি ৪ লাখ ৩৮ হাজার ডলারে

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:৫৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে ব্যবহার করা স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ প্রায় ২ লাখ ৮৬ হাজার ৭০০ ডলারে (৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার) কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। 

যা বাংলাদেশি মুদ্রায় দাম প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ১৯৪৬-৪৭ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঐ ব্যাগি গ্রিন ক্যাপ পরেছিলেন ব্র্যাডম্যান। তার অধীনে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। 

রাজধানী ক্যানবেরায় অবস্থিত এই জাদুঘরকে ব্যাগি গ্রিন ক্যাপ কিনতে অর্ধেক মূল্য পরিশোধ করেছে ফেডারেল সরকার। বর্তমানে ১১টি ব্যাগি গ্রিন ক্যাপের অস্তিত্ব রয়েছে। যার একটি ক্যানবেরায় রাখা হল।

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপের ব্যাপারে অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন, ‘স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি, এমন অস্ট্রেলিয়ান পাওয়া কঠিন। নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটার তিনি।

এখন তার আইকনিক ব্যাগি গ্রিনগুলোর একটি অস্ট্রেলিয়া জাতীয় জাদুঘরে রাখায় দর্শকরা খুব কাছ থেকে এটি দেখার সুযোগ পাবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সাথে সংযোগ ঘটাতে পারবেন।’

অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহোন বলেন, ‘স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত ব্যাটারদের জীবনের অংশ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন খেলাধুলার নায়কেরা অস্ট্রেলিয়াকে নিয়ে আশা দেখাতেন। অস্ট্রেলিয়ানদের উপভোগের জন্য এই জাতীয় সম্পদ অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে জায়গা পাওয়ায় আমরা আনন্দিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই-২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
১০