জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২০:৩১
ছবি : বাসস

ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস) : শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার শেষ হয়েছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। প্রথম রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় রানার্স আপ হয়েছে মিরপুর ফেন্সিং ক্লাব।

চ্যাম্পিয়ন আনসার জিতেছে ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ। ২টি করে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মিরপুর ফেন্সিং ক্লাব।

শনিবার মেয়েদের ফয়েল একক ইভেন্টে স্বর্ণ জয় করেছেন জেসমিন আক্তার জুঁই। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন নাজিরা খাতুন। ব্রোঞ্জ জিতেছেন দুজন-মেহজাবিন মোস্তফা ও এমিলি রায় ইশা। 

মেয়েদের সাবের এককে স্বর্ণ জিতেছেন অঞ্জলী গোস্বামী, রৌপ্য জিতেছেন মাহবুবা খাতুন। বোঞ্জ জিতেছেন দুজন-রোকসানা খাতুন ও সুমাইয়া আক্তার মুক্তা। সবাই বাংলাদেশ আনসারের ফেন্সার।  

জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ।

প্রতিযোগিতায় দলগত ইভেন্টে ছিলনা। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেয় প্রায় ১৭৫ জন ফেন্সার। 

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে সুজুকি মোটর বাইক।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক 
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বৈরাচারী কাঠামো বিলোপ হবে : বদিউল আলম মজুমদার 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
১০