ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস) : বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। সবার আগে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান করেছিলেন পোলার্ডের স্বদেশি ক্রিস গেইল।
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৬তম ম্যাচে আজ বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয়েছিল পোলার্ডের ত্রিনবাগো নাইট রাইডার্স। এ ম্যাচে ৯ বলে ১ ছক্কা ও ২ চারে ১৯ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করেন তিনি।
৭১২ ম্যাচ খেলে ৬৩৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬৪টি হাফ-সেঞ্চুরিতে ১৪ হাজার রান করেছেন পোলার্ড। সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি শতক ও ৮৮টি অর্ধশতকে ১৪,৫৬২ রান করেছেন ইউনিভার্স বস গেইল।
ব্যাটিংয়ে ১৪ হাজার রানের সাথে বোলিংয়ে ৩৩২ উইকেটও আছে পোলার্ডের। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৩শ উইকেটের কীর্তি গড়েছেন পোলার্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০১ ম্যাচ খেলে ১,৫৬৯ রান ও ৪২ উইকেট শিকার করেছেন পোলার্ড।