জরিমানার কবলে শ্রীলংকা

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:২১

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : গত শুক্রবার হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে শ্রীলংকা ক্রিকেট দল। 

নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলংকাকে। আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বিবৃতিতে আইসিসি আরও জানিয়েছে, আইসিসির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করা হয়েছে। যেখানে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হবে।

শ্রীলংকা দলকে এই শাস্তি দিয়েছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। লংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

ঐ ম্যাচে বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে ৭ রানে হারিয়ে নাটকীয় জয়ের স্বাদ পায় শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৮ রান করে শ্রীলংকা। জবাবে শেষ ওভারে জয়ের জন্য ৫ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার ছিল জিম্বাবুয়ের। ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিকসহ ২ রান দিয়ে লংকানদের জয়ের স্বাদ দেন মাদুশাঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল কুয়েট দিবস, নানা কর্মসূচি গ্রহণ
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড মুস্তাফিজুরের
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : তারেক রহমান
মালনীছড়া চা-বাগান হয়ে উঠছে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র
গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি : চসিক মেয়র 
চট্টগ্রামে বাস থেকে নামতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
সাইফের প্রশংসায় সালাউদ্দিন
বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে সিলেটে নানা কর্মসূচি
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি জটিল করে তুলবে: তারেক রহমান
১০