তিন ক্রিকেটারকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:৩৩

বগুড়া, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার বায়েজিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফানকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এই তিনজনই বগুড়া জেলার বয়সভিত্তিক দল থেকে অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়েছেন। রোববার দুপুর ১টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের তিন  ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা। 

এসময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু, সাবেক খেলোয়াড় রুমেল। 

জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে সুযোগ পাওয়ায় অভিনন্দন জানান এবং ভালো খেলা উপহার দিয়ে বগুড়া তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামী, আব্দুর রহমান ইরফান ও আফ্রিদি তারিককে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করার কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক 
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বৈরাচারী কাঠামো বিলোপ হবে : বদিউল আলম মজুমদার 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
১০