ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের সঙ্গী হলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গতরাতের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩টি চার ও ৭টি ছক্কায় ৪৩ বলে ৭৪ রান করেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার হেলস। এই ইনিংস খেলার পথে স্বীকৃত টি-টোয়েন্টিতে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করেন হেলস।
একদিন আগে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৯ বলে অনবদ্য ১৯ রানে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সেরই পোলার্ড। ২৪ ঘন্টার ব্যবধানে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে নাম লেখালেন পোলার্ড ও হেলস।
সবার আগে এই তালিকায় নাম তুলেছেন ইউনিভার্সাল বস গেইল। ফলে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আছেন গেইলই। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি শতক ও ৮৮টি অর্ধশতকে ১৪,৫৬২ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।
১৪ হাজার রান পূর্ণ করে তালিকার দ্বিতীয় স্থানে উঠেছেন হেলস। ৫০৯ ম্যাচ খেলে ৫০৫ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৮৯টি হাফ-সেঞ্চুরিতে হেলসের রান এখন ১৪,০২৪।
৭১৩ ম্যাচ খেলে ৬৩৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬৪টি হাফ-সেঞ্চুরিতে ১৪,০১২ রান আছে পোলার্ডের।
তবে ১৪ হাজার রান পূর্ণ করে অনন্য এক র্কীতি গড়েছেন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৩শ উইকেটের মালিক তিনি। এই ফরম্যাটে ৩৩২ উইকেট আছে পোলার্ডের।