সাইফের প্রশংসায় সালাউদ্দিন

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:৫০

ঢাকা, ৩১ আগস্ট ২০২৫ (বাসস) : নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাইফ হাসানের অলরাউন্ড পারফরমেন্সের প্রশংসা করেছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফেরার ম্যাচে বল হাতে ২ উইকেট শিকারের পর ১৯ বলে ৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেন সাইফ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ৮ উইকেটের জয়ে বড় অবদান রাখেন সাইফ।

নেদারল্যান্ডস দুর্বল দল হলেও তার অ্যাপ্রোচ ও শারীরিক ভাষার কারণে প্রশংসা কুড়িয়েছেন সাইফ।

দ্বিতীয় টি-টোয়েন্টি জন্য বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলনের সময় আজ সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে ধাক্কা খাওয়ার পর ফিরে আসা কঠিন। সর্বোপরি সাইফের টেস্ট ক্রিকেটারের তকমা আছে।’

তিনি আরও বলেন, ‘এটা সবার বেলায় ঘটে না। বিশেষ করে প্রত্যাবর্তনের পর সে যে দৃঢ়তা দেখিয়েছে। তাকে আরও উন্নতি করতে হবে। সে নিজ থেকেই সেই চেষ্টা করেছে। নিজেকে একটি নির্দিষ্ট উচ্চতায় দেখতে চেয়েছিল সে।’

সাইফের জাতীয় দলে ফেরাটা অবাক করার মত। ক্যারিয়ারের শুরুতে টেস্টের জন্য তাকে উপযুক্ত বলে মনে করা হয়েছিল। কিন্তু ছয় ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কোন অর্ধশতক ছাড়াই থামতে হয় তাকে।

টি-টোয়েন্টিতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি সাইফ। গতকাল ডাচদের বিপক্ষে ম্যাচের আগে পাঁচ ম্যাচে দু’বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। নিজেকে ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাটিং করে এবং বোলিংয়ে উন্নতি করেছেন তিনি।

পুনরায় জাতীয় দলের ফেরার পেছনে সালাহউদ্দিনের অবদান সবচেয়ে বেশি বলে প্রথম ম্যাচের পর এক সাক্ষাৎকারে জানান সাইফ।

এশিয়া কাপের জন্য নুরুল হাসান সোহানের মত আলোচনায় ছিলেন সাইফও। কিন্তু দলে তার অন্তর্ভুক্তি অবাক করার মত ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে আস্থার প্রতিদান দিয়েছেন সাইফ।

২০২১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর এশিয়ান গেমসে বাংলাদেশের জার্সিতে  খেলেছেন সাইফ।

ধারাবাহিকভাবে ভালো করার দক্ষতা সাইফের আছে বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘অনেকে চেষ্টা করে, কিন্তু অনেকেরই হয়ত এক মাস, দুই মাস, অথবা এক বছর ধৈর্য ধরার ক্ষমতা থাকে। কিন্তু আমি তাকে চার বছর ধৈর্য ধলতে দেখেছি। এটা অনেক বড় ব্যাপার। আমার মনে হয় সে তার ধৈর্য এবং দৃঢ়তার ফল পাবে।’

এক ম্যাচ দেখেই সাইফকে আকাশে না তুলতে অনুরোধ করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি আপনাদের আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলবেন না। কাউকে খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে ফেলবেন না। ধারাবাহিকভাবে পারফর্মেন্স করতে হবে তাকে।’

আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এ ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
১০