দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ বছরের অপেক্ষা ঘোচাতে চায় ইংল্যান্ড

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আট বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে দীর্ঘ দিন সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে ইংলিশরা। অপরদিকে, ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। লিডসে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

২০১৭ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। এরপর তিনটি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় দু’দল। এরমধ্যে একটি দক্ষিণ আফ্রিকা জিতলেও, অন্য দু’টি ড্র হয়।

তাই দীর্ঘ আট বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারার অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। দলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর আমরা নতুনভাবে পথচলা শুরু করেছি। ইতোমধ্যে গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছি। আশা করছি, পারফর্মেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারব।’

এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচ খেলে  কোন জয়  না পাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ইংল্যান্ডকে। এরপর ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেন জশ বাটলার। ব্রুকের অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নতুনভাবে পথচলা শুরু করে ইংলিশরা। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর গত মাসে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের ধারাবাহিকতা ইংল্যান্ড সিরিজেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ছেলেরা দারুণ করেছে। প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করেছিল দল। ইংল্যান্ডের বিপক্ষে পারফর্মেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ জয় লক্ষ্য আমাদের।’

২০২৩ সালের জানুুয়ারিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। এখন পর্যন্ত ওয়ানডেতে ৭১বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে প্রোটিয়ারা ৩৫ বার ও ইংল্যান্ড ৩০ ম্যাচে জয় পায়। বাকী ১ ম্যাচ টাই ও ৫টি পরিত্যক্ত হয়।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), টস ব্যান্টন, জশ বাটলার, বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, উইল জ্যাকস, জেমি ওভারটন, রেহান আহমেদ, জোফরা আর্চার, সনি বাকের, সাকিব মাহমুদ ও আদিল রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
১০