পুরুষদের চেয়ে নারী বিশ্বকাপের প্রাইজমানি বেশি

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : পুরুষদের চেয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি বেশি নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলংকা যৌথভাবে শুরু হতে যাওয়া আট দলের নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ধরা হয়েছে ১৩ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ১০ দলের ওয়ানডে বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

এছাড়াও আসন্ন বিশ্বকাপে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানির চেয়ে ২৯৭ শতাংশ বেশি। ঐ আসরে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মার্কিন ডলার। যা গতবারের চেয়ে ২৩৯ শতাংশ বেশি। ২০২২ সালে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।

এবার রানার্স-আপ দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। যা গতবারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি। 

এবার দুই সেমিফাইনালিস্ট পাবে ১ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। 

গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার করে। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দলগুলো পাবে ৭ লাখ মার্কিন ডলার করে। 

সপ্তম ও অষ্টম স্থানের দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। 

অংশ নেওয়া প্রতিটি দল অন্তত আড়াই লাখ মার্কিন ডলার পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক 
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বৈরাচারী কাঠামো বিলোপ হবে : বদিউল আলম মজুমদার 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
১০