অক্টোবরে বিসিবি নির্বাচন

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেটে অনুষ্ঠিত ২১তম বোর্ড সভা শেষে আজ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহি এ কথা জানান।

সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা বিসিবি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। 

নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে।’

ফাহিম আরও জানান, এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়নি। কয়েক দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে।

কমিশন গঠনের দায়িত্ব বিসিবি সভাপতির উপর ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে ফাহিম বলেন, ‘ইতিমধ্যে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে এবং খুব শিগগিরই তিন সদস্যের একটি কমিশন চূড়ান্ত করা হবে।

আশা করছি, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি ঘোষণা করা হবে।’

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মার্কেটিং পার্টনার হিসেবে আইএমজিকে অনুমোদন দিয়েছে বোর্ড।

বিপিএলের ফলাফল পর্যালোচনা এবং এ বিষয়ে  সুপারিশের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বোর্ড। যেখানে বিভিন্ন বিষয়ে সহায়তা আইনি সহায়তা দেবেন  বিশেষজ্ঞরা। 

জুলিয়ান উডের চুক্তি ৩ সেপ্টেম্বরের পর আর না বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রয়োজন হলে পরবর্তীতে আবার তাকে ফিরিয়ে আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান
পটিয়ার যুবলীগ ক্যাডার বুলবুল ডাকাত চট্টগ্রাম নগরে গ্রেপ্তার
ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
১০