ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্পিনার রশিদ খানের রেকর্ড গড়া ম্যাচে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান ক্রিকেট দল। গতরাতে টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩৮ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এ ম্যাচে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন রশিদ।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও আরেক ওপেনার সেদিকুল্লাহ আতাল ও তিন নম্বরে নামা ইব্রাহিম জাদরানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৩তম ওভারেই ১শ রান পেয়ে যায় আফগানিস্তান।
৪টি চার ও ৩টি ছক্কায় ৪০ বলে ৫৪ রানে থামেন আতাল। ৩ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৪০ বলে ৬৩ রান করেন জাদরান। তাদের বিদায়ের পর ডেথ ওভারে আজমতুল্লাহ ওমারজাই ও করিম জানাতের ১৪ বলে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। আরব আমিরাতের মুহাম্মদ রহিদ ও সাগির খান ২টি করে উইকেট নেন।
জবাবে ৯ ওভারে ২ উইকেটে ৮৭ রান তুলে ভালভাবে লড়াইয়ে টিকে ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু দশম ওভার থেকেই পথ হারায় তারা। আফগানিস্তানের তিন স্পিনার রশিদ, শরফুদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবির ঘূর্ণিতে ৩২ রানের ব্যবধানে ৬ উইকেট পতনে ম্যাচ হারের লজ্জা পায় আরব আমিরাত। ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে স্বাগতিকরা।
আফগানিস্তানের আশরাফ ২৪ রানে ও রশিদ ২১ রানে ৩ উইকেট নেন। এ ম্যাচে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন রশিদ।
নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিকে টপকে যান রশিদ। ৯৮ ম্যাচে রশিদের শিকার ১৬৫ উইকেট। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট শিকার করেছেন সাউদি। ১৫০ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি।