ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।
আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার আগে অবসরের সিদ্ধান্তের কথা জানান স্টার্ক।
আজ এক বিবৃতিতে স্টার্ক বলেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ।’
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য স্টার্ক আরও বলেন, ‘এ বছরের অ্যাশেজ, ২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ফিট রেখে নিজেকে সেরা ছন্দে রাখতে আমি মনে করি আমার জন্য এটাই সেরা সিদ্ধান্ত।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৫ ম্যাচ খেলে ৭৯ উইকেট শিকার করেছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে স্পিনার এডাম জাম্পার পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন স্টার্ক। ইনজুরির কারণে ২০১৬ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন স্টার্ক।