টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় অস্ট্রেলিয়া দলে ফিরলেন স্টয়নিস

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় আবারও অস্ট্রেলিয়ার দলে ফিরলেন অলরাউন্ডার মার্কোস স্টয়নিস।

৩৬ বছর বয়সী স্টয়নিসকে ফিরিয়ে এনে আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

গত বছর থেকেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নেই স্টয়নিস। গেল বছরের নভেম্বরে সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে থেকে অবসর নেন স্টয়নিস। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। আগামী বছর ভারত ও শ্রীলংকায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় স্টয়নিসকে দলে ফেরাল সিএ। 

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রস্তুতির জন্য নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ঘরোয়া শেফিল্ড শিল্ডে খেলবেন তিনি।


ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন মিচেল ওয়েন ও ম্যাথু শর্ট। দলে রাখা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি এবং অলরাউন্ডার অ্যারন হার্ডিকে। পিঠের ইনজুরির কারণে দলের বাইরে আছেন পেসার প্যাট কামিন্স। গতকাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় দলে নেই আরেক পেসার মিচেল স্টার্ক।

আগামী ১, ৩ ও ৪ অক্টোবর সিরিজের তিন ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সবগুলো ম্যাচই হবে মাউন্ট মঙ্গানুইয়ে। 

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কোস স্টয়নিস ও এডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
১০