পিএসজি থেকে ডোনারুমাকে দলে নিল ম্যানচেস্টার সিটি

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে পিএসজি থেকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। এর আগে দলের দীর্ঘদিনের নাম্বার ওয়ান গোলরক্ষক এডারসনকে ফেনেরবাখের কাছে ছেড়ে দেয় সিটিজেনরা। 

২৬ বছর বয়সী ডোনারুমা ইত্তিহাদ স্টেডিয়ামে ২৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। 

সিটিতে ডোনারুমা ৯৯ নম্বর জার্সি পড়েই মাঠে নামবেন। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির দলের সদস্য ছিলেন ডোনারুমা। ২০২০ ইউরো জয়ী ইতালি দলেও খেলেছেন এই গোলরক্ষক। 

কিন্তু পিএসজির সুপার কাপের দল থেকে বাদ পড়ার পর ডোনারুমার প্যারিস ছাড়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার একদিন পর ডোনারুমার সিটির সাথে চুক্তির ঘোষনা আসে। এ প্রসঙ্গে ডোনারুমা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির পক্ষে চুক্তি করা সত্যিই বিশেষ কিছু ও আমার জন্য গর্বের মুহূর্ত। আমি এমন একটি দলে যোগ দিয়েছি যেখানে বিশ্বমানের প্রতিভা আছে। এছাড়া এই দলের নেতৃত্বে আছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা। সিটির মত ক্লাবে যোগ দিতে বিশ্বের যেকোন খেলোয়াড়ই মুখিয়ে থাকে।’

ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার ডোনারুমা এসি মিলানের হয়ে মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০২১ সালে তিনি পিএসজিতে পাড়ি জমান। ক্লাব ফুটবলে খেলেছেন ৪১২টি ম্যাচ ও জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৪টি আন্তর্জাতিক ম্যাচ। 

সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেছেন ডোনারুমার আগমন ক্লাবের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। 

১২ মিলিয়ন পাউন্ডে এডারসনকে টার্কিশ ক্লাব ফেনারবাখের কাছে ছেড়ে দিয়েছে সিটি। ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন সিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ শিরোপা জিতেছেন। এ পর্যন্ত ক্যারিয়ারে ২৭৬টি লিগ ম্যাচ খেলে ১২২টিতে কোন গোল হজম করেননি। সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন ৩৭২ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
১০