এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩
ফাইল ছবি

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। আগামী ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টি নিলাম অনুষ্ঠিত হবে। 

নিলামে সর্বমোট ৫৪১ জন খেলোয়াড়ের মধ্যে বাংলাদেশ থেকে আছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মাহেদি হাসান, শামিম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং লিটন দাস। 

নিলামের তালিকায় নাম তুলে চমক দেখিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার ৪৩ বছর বয়সী জেমস এন্ডারসন। দীর্ঘ ১১ বছর পর গত জুনে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন এন্ডারসন। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে নামেন তিনি। এরপর গেল মাসে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়েও মাঠে নামেন এন্ডারসন। 

এন্ডারসন ছাড়াও নিলামে ইংল্যান্ড থেকে নাম লিখিয়েছেন মঈন আলি, অ্যালেক্স হেলস ও টম বেথেল। ২০২৪ সালের এসএ টোয়েন্টিতে ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন বেথেল। 

এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ২৮ জন, শ্রীলংকার ২৪ জন, অস্ট্রেলিয়ার দু’জন ও নেপাল থেকে মাত্র একজন খেলোয়াড় নিলামে নাম তুলেছেন। 

সর্বমোট ২৪১ জন বিদেশী খেলোয়াড়ের মধ্যে নিলামে বিক্রি হবেন ২৫ জন। দক্ষিণ আফ্রিকার ৩০০ জন ক্রিকেটার নিলামে উঠবেন। 

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে এসএ টোয়েন্টির চতুর্থ আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
১০