টানা দুই ম্যাচ জরিমানার কবলে শ্রীলংকা

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ওয়ানডেতে টানা দুই ম্যাচ জরিমানার কবলে পড়ল শ্রীলংকা ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে শ্রীলংকাকে।

গত রোববার হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলংকাকে। 

এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করা হয়েছে। যেখানে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ফিল্ডিং দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হবে।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান করে জিম্বাবুয়ে। জবাবে ওপেনার পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় লংকানরা। প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল শ্রীলংকা। তাই দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। 

আগামীকাল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
১০