ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ইউরোপীয়ান ট্রান্সফার মার্কেটে প্রতি মৌসুমেই যেন ইংলিশ প্রিমিয়ার লিগ নিজেদের ছাড়িয়ে যাবার প্রতিযোগিতায় মেতে ওঠে। আর্থিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ডিলোয়েটের দাবী এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে ৩ বিলিয়ন পাউন্ড ব্যয় করে আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে ইংলিশ লিগ। এর মাধ্যমে আবারো প্রমানিত হয়েছে প্রিমিয়ার লিগই বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লিগ।
সোমবার শেষ হয়েছে ২০২৫-২৬ মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা। শেষ দিনে ব্রিটিশ রেকর্ড ফি ১২৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে দলে ভিড়িয়ে হইচই ফেলে দিয়েছে লিভারপুল।
সব মিলিয়ে এবারের ইউরোপীয়ান দলবদলের বাজারে শুধুমাত্র প্রিমিয়ার লিগ ব্যয় করেছে ৩ বিলিয়ন পাউন্ডেরও বেশী অর্থ যা আগের রেকর্ডের তুলনায় ৬৫০ মিলিয়ন পাউন্ড বেশী। ২০২৩ সালে প্রিমিয়ার লিগে আগের সর্বোচ্চ রেকর্ড ছিল ২.৪ মিলিয়ন পাউন্ড।
এনিয়ে টানা তিন গ্রীষ্ম মৌসুমে সর্বমোট ব্যয়ের পরিমান ২ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে। তবে প্রথমবারের মত এর পরিমান ৩ বিলিয়ন পাউন্ড স্পর্শ করেছে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগ প্রমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি-এ ও লিগ ওয়ান মিলে ট্রান্সফার মার্কেটে সর্বমোট ব্যয়ের ৫১ শতাংশ ব্যয় করেছে।