বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুলবুল

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮
ফাইল ছবি

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। 

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে বুলবুল জানান যতটা সম্ভব দেশের সেবা করতে চান তিনি। 

বুলবুল বলেন, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করব। আমরা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করব। বিসিবিতে সভাপতি সরাসরি নির্বাচিত হন না। নির্বাচনের মাধ্যমে পরিচালকরা প্রথমে নির্বাচিত হন। তাই আমার প্রথম লক্ষ্য থাকবে এটির অংশ হবার চেষ্টা করা।’

বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

এনএসসি ফারুকের পরিচালক পদ প্রত্যাহার করলে গত ৩০ মে বিসিবির সভাপতি হন বুলবুল। তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজন অনুসারে দেশের ক্রিকেটের জন্য আরও কাজ করতে চাই।’

বিসিবি পরিচালনা পর্যদ ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে। এরমধ্যে ১০ জন পরিচালক আঞ্চলিক ও জেলা ক্রিকেট এসেসিয়েশনের কাউন্সিলরশিপ বিভাগ থেকে এবং ১২ জন ঢাকা মেট্রোপলিস ক্লাবের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। 

একজন পরিচালক ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন। অন্যদিকে ক্রিকেট বোর্ড থেকে দু’জন মনোনীত করার ক্ষমতা রাখে এনএসসি। পরিচালকরা সংবিধান অনুসারে সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট দেবেন। 

এদিকে বিসিবির সভাপতি পদে নির্বাচনের কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। 

শিগগিরই বিসিবি তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। যেখানে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০