ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বলিভিয়া ও চিলির বিপক্ষে ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ থেকে বাদ পড়েছেন ম্যাথিয়াস কুনহা।
এ সম্পর্কে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ও জাতীয় দলের মেডিকেল বিভাগের মধ্যে আলোচনার পর জানা গেছে স্ট্রাইকার ম্যাথিয়াস কুনহা প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ম্যাচে পেশীর ইনজুরিতে পড়েছেন। যে কারনে তিনি জাতীয় দল থেকে ছিটকে গেছেন।’
২৬ বছর বয়সী কুনহা এবারের গ্রীষ্মে উল্ফস থেকে ম্যানচেস্টারে খেলতে এসেছেন। ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটিতে রেড ডেভিলসরা ৩-২ গোলে জয়ী হয়। ম্যাচের ২৮ মিনিটে কুনহাকে মাঠ থেকে তুলে নেয়া হয়।
কুনহার স্থানে কোচ কার্লো আনচেলত্তি উইঙ্গার স্যামুয়েল লিনোকে দলভূক্ত করেছেন। লিনো জুলাইয়ে এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে যোগ দেন।
আনচেলত্তির ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে ইনজুরির কারনে চতুর্থ খেলোয়াড় হিসেবে কুনহা ছিটকে গেলেন। আর আগে দল থেকে বাদ পড়েছেন নিউক্যাসলের জোয়েলিনটন, ফ্ল্যামেঙ্গোর এ্যালেক্স সান্দ্রো ও মোনাকোর ভ্যান্ডারসন।
বাছাইপর্বে শুরুটা ভাল না হলেও ১০ দলের দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ইতোমধ্যেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল।
শেষ দুই রাউন্ডে আগামী ৪ সেপ্টেম্বর রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলি ও পাঁচ দিন পর বলিভিয়ার মাটিতে এ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা।