নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৪

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৮ এবং ৯ উইকেটে জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহেদি হাসান, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। এরমধ্যে সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন শরিফুল ও রিশাদ। 

একাদশে একটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। সিকান্দার জুলফিকারের জায়গায় একাদশে ফিরেছেন টিম প্রিঙ্গল।

এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬টিতে জয় ও ১টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, শারিজ আহমাদ, নোয়া ক্রোয়েস, কাইল ক্লেইন, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ভন ম্যাকেরেন ও ড্যানিয়েল ডোরাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০