তানজিদ ও লিটনের উন্নতি; অলরাউন্ডার তালিকায় শীর্ষে রাজা

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাসের। তানজিদ আট ধাপ এবং লিটন এক ধাপ এগিয়েছেন। 

আজ পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ২৯ ও অপরাজিত ৫৪ রান করেন তানজিদ। ফলে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫৬২ রেটিং নিয়ে ৩৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ। ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে শীর্ষে আছেন তানজিদই।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৫৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে অনবদ্য ১৮ রান করেন লিটন। তাই এক ধাপ এগিয়ে ৫৩৯ রেটিং নিয়ে ৪৭তম স্থানে আছেন লিটন। 

তানজিদ ও লিটন ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারের উন্নতি হয়নি। দুুই ম্যাচে ব্যাটিং না পাওয়ায় তাওহিদ হৃদয়ের ৬ ধাপ ও জাকের আলির ৪ ধাপ অবনতি হয়েছে। হৃদয় ৪৮ ও জাকের ৬৩তম স্থানে অবস্থান করছেন। 

বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের কারও উন্নতি হয়নি। ৬৪৭ রেটিং নিয়ে ১২তম স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। 

এদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় প্রথমবারের মত শীর্ষে উঠলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চলতি সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে দুই ওয়ানডেতে ব্যাট হাতে ৯২ ও অপরাজিত ৫৯ এবং ১ উইকেট শিকার করেন তিনি। এতে দুই ধাপ এগিয়ে ৩০২ রেটিং নিয়ে শীর্ষে উঠেন রাজা। 

রাজা শীর্ষে উঠায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেমে গেছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আজমতুল্লাহ ওমারজাই ও মোহাম্মদ নবি। ২৪৯ রেটিং নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
২০২৯ সালের পরও ইইউতে জিএসপি+ সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হোপ এডুকেশন ফাউন্ডেশন ও দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষরিত
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
১০