আরব আমিরাতকে হারিয়ে আফগানিস্তানকে নিয়ে ফাইনালে পাকিস্তান

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তান। গতরাতে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে পাকিস্তান ৩১ রানে হারিয়েছে স্বাগতিক আরব আমিরাতকে। এই জয়ে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এ ম্যাচ হেরে যাওয়ায় ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয়ে যায় আরব আমিরাতের। 

৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। ৩ ম্যাচ খেলে সবগুলো হেরেছে আরব আমিরাত। ৭ সেপ্টেম্বর রোববার ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২তম ওভারে ৮০ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এসময় ওপেনার শাহিবজাদা ফারহান ১৬, মোহাম্মদ হারিস ১৪ ও সাইম আইয়ুব ১১ রান করে আউট হন। 

ষষ্ঠ উইকেটে আরব আমিরাতের বোলারদের সামনে দাপট দেখান ফখর জামান ও মোহাম্মদ নওয়াজ। ৫১ বলে তাদের ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান। 

১০টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭৭ রান করেন ফখর। ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ২৭ বলে অনবদ্য ৩৭ রান করেন নওয়াজ। আরব আমিরাতের হায়দার আলি ২ উইকেট নেন। 

জবাবে ওপেনার আলিশান শারাফুর লড়াকু ইনিংসের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত। দলের অন্য ব্যাটাররা শারাফুকে যথার্থ  সঙ্গ দিতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানে শেষ হয় আরব আমিরাতের ইনিংস। 

৪টি করে চার-ছক্কায় ৫১ বলে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন শারাফু। এছাড়া অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ১৯ ও ধ্রুব পারাশার অপরাজিত ১৮ রান করেন। 

৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের লেগ-স্পিনার আবরার আহমেদ। 

আজ লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে আরব আমিরাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক 
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বৈরাচারী কাঠামো বিলোপ হবে : বদিউল আলম মজুমদার 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
১০