আরব আমিরাতকে হারিয়ে আফগানিস্তানকে নিয়ে ফাইনালে পাকিস্তান

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তান। গতরাতে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে পাকিস্তান ৩১ রানে হারিয়েছে স্বাগতিক আরব আমিরাতকে। এই জয়ে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এ ম্যাচ হেরে যাওয়ায় ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয়ে যায় আরব আমিরাতের। 

৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। ৩ ম্যাচ খেলে সবগুলো হেরেছে আরব আমিরাত। ৭ সেপ্টেম্বর রোববার ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২তম ওভারে ৮০ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এসময় ওপেনার শাহিবজাদা ফারহান ১৬, মোহাম্মদ হারিস ১৪ ও সাইম আইয়ুব ১১ রান করে আউট হন। 

ষষ্ঠ উইকেটে আরব আমিরাতের বোলারদের সামনে দাপট দেখান ফখর জামান ও মোহাম্মদ নওয়াজ। ৫১ বলে তাদের ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান। 

১০টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭৭ রান করেন ফখর। ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ২৭ বলে অনবদ্য ৩৭ রান করেন নওয়াজ। আরব আমিরাতের হায়দার আলি ২ উইকেট নেন। 

জবাবে ওপেনার আলিশান শারাফুর লড়াকু ইনিংসের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত। দলের অন্য ব্যাটাররা শারাফুকে যথার্থ  সঙ্গ দিতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানে শেষ হয় আরব আমিরাতের ইনিংস। 

৪টি করে চার-ছক্কায় ৫১ বলে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন শারাফু। এছাড়া অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ১৯ ও ধ্রুব পারাশার অপরাজিত ১৮ রান করেন। 

৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের লেগ-স্পিনার আবরার আহমেদ। 

আজ লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে আরব আমিরাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থূলতা ও ডায়াবেটিসের ওষুধের সাশ্রয়ী জেনেরিক সংস্করণের আহ্বান ডব্লিউএইচও’র
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৫৮ জন
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর
ঝিনাইদহে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রিটস্কির
বাংলাদেশ ও পাকিস্তান ধর্মীয় প্রতিনিধিদল পাঠাতে একমত
সামোয়ায় নির্বাচনে হেরে গেছে প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমির দল
সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত : ৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব
১০