ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তান। গতরাতে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে পাকিস্তান ৩১ রানে হারিয়েছে স্বাগতিক আরব আমিরাতকে। এই জয়ে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এ ম্যাচ হেরে যাওয়ায় ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয়ে যায় আরব আমিরাতের।
৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। ৩ ম্যাচ খেলে সবগুলো হেরেছে আরব আমিরাত। ৭ সেপ্টেম্বর রোববার ফাইনাল অনুষ্ঠিত হবে।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২তম ওভারে ৮০ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এসময় ওপেনার শাহিবজাদা ফারহান ১৬, মোহাম্মদ হারিস ১৪ ও সাইম আইয়ুব ১১ রান করে আউট হন।
ষষ্ঠ উইকেটে আরব আমিরাতের বোলারদের সামনে দাপট দেখান ফখর জামান ও মোহাম্মদ নওয়াজ। ৫১ বলে তাদের ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান।
১০টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭৭ রান করেন ফখর। ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ২৭ বলে অনবদ্য ৩৭ রান করেন নওয়াজ। আরব আমিরাতের হায়দার আলি ২ উইকেট নেন।
জবাবে ওপেনার আলিশান শারাফুর লড়াকু ইনিংসের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত। দলের অন্য ব্যাটাররা শারাফুকে যথার্থ সঙ্গ দিতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানে শেষ হয় আরব আমিরাতের ইনিংস।
৪টি করে চার-ছক্কায় ৫১ বলে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন শারাফু। এছাড়া অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ১৯ ও ধ্রুব পারাশার অপরাজিত ১৮ রান করেন।
৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের লেগ-স্পিনার আবরার আহমেদ।
আজ লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে আরব আমিরাত।