২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দীর্ঘ ২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৮ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা।

লর্ডসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭৩ রানের সূচনা পায় দক্ষিণ আফ্রিকা।  তবে দলীয় ৯৩ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। দুই ওপেনার আইডেন মার্করাম ৪৯, রায়ান রিকেলটন ৩৫ ও অধিনায়ক তেম্বা বাভুমা ৪ রান করেন।

চতুর্থ উইকেটে ১২৬ বলে ১৪৭ রানের জুটি গড়েন ম্যাথু ব্রিটস্কি ও ট্রিস্টান স্টাবস। জুটিতে ৫৮ রান অবদান রেখে ফেরেন স্টাবস। ৭টি চার ও ৩টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন ব্রিটস্কি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকের প্রথম পাঁচ ইনিংসে অন্তত ৫০ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রিটস্কি।

দলীয় ২৫৯ রানের মধ্যে ব্রিটস্কি ও স্টাবস ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন ডেওয়াল্ড স্টাবস ও কর্বিন বশ। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩০ রান করে প্রোটিয়ারা। ৩টি করে চার-ছক্কায় ২০ বলে ৪২ রান করেন ব্রেভিস। বশের ব্যাট থেকে আসে ২৯ বলে অপরাজিত ৩২। ইংল্যান্ডের জোফরা আর্চার ৪ উইকেট নেন।

জবাবে ইনিংসের প্রথম বলে ইংল্যান্ড ওপেনার জেমি স্মিথ ফেরার পর বেন ডাকেটকে নিয়ে ৬৬ ও জ্যাকব বেথেলের সাথে ৭৭ রান যোগ করেন জো রুট। ডাকেট ১৪, রুট ৬১ ও বেথেল ৫৮ রানে থামলে ৪ উইকেটে ১৪৭ রানে পরিণত হয় ইংল্যান্ড।

পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক হ্যারি ব্রুক ও জশ বাটলারের ৬৯ রান ইংল্যান্ডকে লড়াইয়ে রাখে। কিন্তু ২৫৬ রানে মধ্যে তাদের বিদায়ে হারের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। তবে জয়ের জন্য শেষ পর্যন্তই লড়াই করেছেন উইল জ্যাকস ও আর্চার। কিন্তু তাতেও হার এড়াতে পারেনি ইংল্যান্ড। ৫০ ওভারে ৯ উইকেটে ৩২৫ রান করে তারা।

ব্রুক ৩৩, বাটলার ৬১, জ্যাকস ৩৯ ও আর্চার ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রিটস্কি।     

আগামী ৭ সেপ্টেম্বর সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থূলতা ও ডায়াবেটিসের ওষুধের সাশ্রয়ী জেনেরিক সংস্করণের আহ্বান ডব্লিউএইচও’র
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৫৮ জন
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর
ঝিনাইদহে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রিটস্কির
বাংলাদেশ ও পাকিস্তান ধর্মীয় প্রতিনিধিদল পাঠাতে একমত
সামোয়ায় নির্বাচনে হেরে গেছে প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমির দল
সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত : ৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব
১০