জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ে লক্ষ্য শ্রীলংকার

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : প্রথম ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা। দ্বিতীয়বারের মত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে সুযোগ লংকানদের সামনে। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা। এদিকে, সিরিজে টিকে থাকতে জয় ছাড়া অন্য কিছ্ ুভাবছে না স্বাগতিক জিম্বাবুয়ে।

হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। 

গত বুধবার হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারায় শ্রীলংকা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেটের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। 

ইনিংসের ১৯তম ওভারে আউট হবার ১২টি চারে ৫৭ বলে ৮১ রান করেন বেনেট। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। বল হাতে শ্রীলংকার দুসমন্থ চামিরা ৩ উইকেট নেন। 

জবাবে ৬১ বলে ৯৬ রানের সূচনা করেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। নিশাঙ্কা ৫৫ ও কুশল ৩৮ রানে থামেন। মিডল অর্ডারে কামিন্দু মেন্ডিসের ১৬ বলে ৪১ রানের টনের্ডো ইনিংসে ৫ বল বাকী থাকতে জয়ের বন্দরে পা রাখে শ্রীলংকা। 

১টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংসে ম্যাচ সেরা হওয়া কামিন্দু বলেন, ‘ এখন আমাদের লক্ষ্য-দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। এজন্য দ্বিতীয় ম্যাচেও আমরা নিজেদের সেরাটা উজার করে দিতে চাই।’

প্রথম ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক রাজা, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের সামনে জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচে ভুলগুলো শুধরে নিতে পারলে, সাফল্য পাওয়া কঠিন হবে না। জয়ের জন্যই আমরা মাঠে নামব।’

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিইয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস।

শ্রীলংকা দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, বিশেন হালাম্বাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশন হেমন্ত, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, চামিকা করুণারত্নে ও বিনুরা ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
চাকসু নির্বাচনে চবিতে বহিরাগত প্রবেশে কঠোরতা
আগামীকাল বরগুনায় দুদকের গণশুনানি
খেলাধুলা সামাজিক বন্ধন তৈরী করে : এমিলি
১০