অঘটনে শুরু জার্মানির, জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫১

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ইউরোপ অঞ্চলে ‘এ’  গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। তবে জয় দিয়ে বাছাই শুরু করেছে স্পেন ও বেলজিয়াম।

গতরাতে ‘এ’ গ্রুপে ব্রাতিস্লাভায় স্বাগতিক স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরেছে জার্মানি। ম্যাচের প্রথমার্ধে ডেভিড হান্সকো ও দ্বিতীয়ার্ধে ডেভিড স্ত্রেলেচে গোল করে স্লোভাকিয়াকে জয় পাইয়ে দেন। 

বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির এটি চতুর্থ হার। এর আগে ১৯৮৫ সালে পর্তুগাল, ২০১১ সালে ইংল্যান্ড এবং ২০২১ সালে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরেছিল জার্মানরা। এছাড়া এই প্রথম বিশ্বকাপ বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচ হারল জার্মানি।

এই গ্রুপের অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে।  আগামী রোববার উত্তর আয়ারল্যান্ড-জার্মানি  মুখোমুখি হবে।

‘ই’ গ্রুপে সহজ জয় পেয়েছে স্পেন। বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের প্রথমার্ধে সবগুলো গোল করে স্পেন। 

পঞ্চম মিনিটে স্পেনকে প্রথম এগিয়ে দেন মিকেল ওইরাজাবাল (১-০)। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কুকুরেলা। ৩৮ মিনিটে বুলগেরিয়ার জালে তৃতীয়বারের মত বল পাঠান মিকেল মেরিনো। 

এই গ্রুপের অন্য ম্যাচে তুরস্ক ৩-২ গোলে হারিয়েছে জর্জিয়াকে। আগামী রোববার তুরস্কের মাঠে খেলতে নামবে স্পেন।

‘জি’ গ্রুপের দুই ম্যাচ ড্র হয়েছে। ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস-পোল্যান্ড এবং লিথুনিয়া-মাল্টা। 

এদিকে ‘জে’ গ্রুপে গোল উৎসব করেছে বেলজিয়াম। লিখটেনস্টেইনের মাঠে ৬-০ গোলে জয় পায় তারা। এ জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বেলজিয়াম।

৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ওয়েলস। গতরাতে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েলেস ১-০ গোলে হারায় কাজাখাস্তানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন
শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোস করা যাবে না : ধর্ম সচিব 
১০