নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে গুড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের হ্যাটট্রিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। গত রাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান ৭৫ রানে হারিয়েছে আফগানদের। হ্যাটট্রিকসহ ১৯ রানে ৫ উইকেট নেন নওয়াজ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ৩ বল খেলে খালি হাতে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান। এরপর ৪৪ বলে ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইম আইয়ুব ও ফখর জামান। ২ রানের ব্যবধানে সাজঘরের পথ ধরেন দু’জনে। সাইম ১৭ ও ফখর ২৭ রানে বিদায় নেন।

৫১ রানে ৩ উইকেট পতনের কিছুক্ষণ পর চাপ বাড়ে পাকিস্তানের। ৭২ রানে পঞ্চম উইকেট হারায় তারা। হাসান নাওয়াজ ১৫ ও মোহাম্মদ হারিস ২ রানে থামেন।

ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৪০ রানের জুটিতে পাকিস্তানকে চাপমুক্ত করেন অধিনায়ক আগা সালমান ও নওয়াজ। ২টি ছক্কা ২৪ রান করে আউট হন সালমান।

তবে নওয়াজের ২১ বলে ২৫ এবং ফাহিম আশরাফের ৮ বলে ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। 

আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান নেন ৩ উইকেট।

১৪২ রান তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। এরপর বল হাতে আফগানিস্তানের মিডল অর্ডারে ধস নামান নওয়াজ। ৬ বল ও ৩ রানের ব্যবধানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন তিনি।

ষষ্ঠ ওভারের শেষ দুই বলে রাসুলি-আজমতুল্লাহ ওমরাজাইকে শূন্যতে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন নওয়াজ। অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ৯ রানে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ। একই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে খালি হাতে বিদায় দেন তিনি। এতে ৩২ রানে ৬ উইকেটে পরিণত হয় আফগানিস্তান। শেষ পর্যন্ত ২৫ বল বাকী থাকতে ৬৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন নাওয়াজ। ৪ ওভারে ১৯ রান ৫ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নওয়াজ। মোট ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি
১০