ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের হ্যাটট্রিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। গত রাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান ৭৫ রানে হারিয়েছে আফগানদের। হ্যাটট্রিকসহ ১৯ রানে ৫ উইকেট নেন নওয়াজ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ৩ বল খেলে খালি হাতে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান। এরপর ৪৪ বলে ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইম আইয়ুব ও ফখর জামান। ২ রানের ব্যবধানে সাজঘরের পথ ধরেন দু’জনে। সাইম ১৭ ও ফখর ২৭ রানে বিদায় নেন।
৫১ রানে ৩ উইকেট পতনের কিছুক্ষণ পর চাপ বাড়ে পাকিস্তানের। ৭২ রানে পঞ্চম উইকেট হারায় তারা। হাসান নাওয়াজ ১৫ ও মোহাম্মদ হারিস ২ রানে থামেন।
ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৪০ রানের জুটিতে পাকিস্তানকে চাপমুক্ত করেন অধিনায়ক আগা সালমান ও নওয়াজ। ২টি ছক্কা ২৪ রান করে আউট হন সালমান।
তবে নওয়াজের ২১ বলে ২৫ এবং ফাহিম আশরাফের ৮ বলে ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান নেন ৩ উইকেট।
১৪২ রান তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। এরপর বল হাতে আফগানিস্তানের মিডল অর্ডারে ধস নামান নওয়াজ। ৬ বল ও ৩ রানের ব্যবধানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন তিনি।
ষষ্ঠ ওভারের শেষ দুই বলে রাসুলি-আজমতুল্লাহ ওমরাজাইকে শূন্যতে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন নওয়াজ। অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ৯ রানে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ। একই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে খালি হাতে বিদায় দেন তিনি। এতে ৩২ রানে ৬ উইকেটে পরিণত হয় আফগানিস্তান। শেষ পর্যন্ত ২৫ বল বাকী থাকতে ৬৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন নাওয়াজ। ৪ ওভারে ১৯ রান ৫ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নওয়াজ। মোট ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি।