ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টি-টোয়েন্টিতে   সাফল্যের পর এবার ওয়ানডে ফরম্যাট চালু করার কথা ভাবা হচ্ছে।

রাজধানীর একটি হোটেলে এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল আরও বলেন, এনসিএল ওয়ানডে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে।

বুলবুল বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আমাদের আছে। এনসিএল টি-টোয়েন্টিতে বড় সাফল্য ছিল। ওয়ানডে ফরম্যাটকে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হবে।’

স্বাভাবিকভাবেই দেশের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট এনসিএল। গত বছর প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাট চালু করে বিসিবি। শুধু সিলেটের ভেন্যুতে হওয়া এই প্রতিযোগিতা ভালো সাড়া ফেলেছে।

গত আসরের সাফল্যের পর দ্বিতীয়বারের মত এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ টুর্নামেন্ট।

কেবল স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে এবার রাজশাহী এবং বগুড়া নতুন দুই ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে। 

অংশগ্রহণকারী দলগুলো ফিটনেস পরীক্ষা শেষে আজ থেকে অনুশীলন শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তা, জাতীয় দলের সাবেক অধিনায়কসহ এনসিএল দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, তরুণ ক্রিকেটাররা বিনামূল্যে এনসিএল টি-টোয়েন্টি খেলা দেখতে পারবেন। বিসিবি প্রতিটি ম্যাচের জন্য ২শ থেকে ৩শ টিকিট বিনামূল্যে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০