আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপের

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৩

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপ ক্রিকেটের। টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং। 

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

এবারের এশিয়া কাপে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। ‘এ’ গ্রুপে আছে-ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে আছে- বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং।

১৯ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার টিকিট পাবে।

২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। সুপার ফোরে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে দলগুলো। সুপার ফোরের সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

এবারের এশিয়া কাপে মোট ১৯টি ম্যাচ হবে। আরব আমিরাতের আবু ধাবিতে ৮টি এবং দুবাইয়ে ১১টি ম্যাচ রাখা হয়েছে।

আসরের ১৮টি ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এবং একটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০