আতাল-ওমরজাইয়ের ব্যাটিংয়ে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৮৮ রান

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপ ক্রিকেটে ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করেছে আফগানিস্তান। ওপেনার সেদিকুল্লাহ আতাল ৫২ বলে অপরাজিত ৭৩ ও আজমতুল্লাহ ওমরজাই ২১ বলে ৫৩ রান করেন। ২০ বলে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ওমরজাই।

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮ ও ইব্রাহিম জাদরান ১ রানে আউট হন।

তৃতীয় উইকেটে ৪১ বলে ৫১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার আতাল ও মোহাম্মদ নবি। জুটিতে ৩ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৩ রান করে আউট হন নবি।

পাঁচ নম্বরে নেমে ৫ রানের বেশি করতে পারেননি গুলবাদিন নাইব। দলীয় ৯৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে নাইব ফেরার পর পঞ্চম উইকেট জুটিতে ৩৫ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দেন আতাল ও ওমরজাই।

১৭তম ওভারে ২৫ এবং ১৯তম ওভারে ২৪ রান নেন আতাল-ওমরজাই জুটি। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে আফগানরা। হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় রান ।

আতাল ৪১ বলে ক্যারিয়ারে তৃতীয় এবং ওমরজাই ২০ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। 

৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানে অপরাজিত থাকেন আতাল। ২টি চারও  ৫টি ছক্কায় ২১ বলে ৫৩ রান করেন ওমরাজাই।

হংকংয়ের আয়ুশ শুকলা ও কিঞ্চিত শাহ ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
চাকসু নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে
১০