৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : দীর্ঘ ছয় বছর পর আগামী নভেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট দল।

সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। রাওয়ালপিন্ডিতে সবগুলো ম্যাচ হবে যথাক্রমে- ১১, ১৩ ও ১৫ নভেম্বর।

২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল শ্রীলংকা। ঐ সফরে দুই ম্যাচে টেস্ট ও ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে লংকানরা। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল তারা। তবে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল লংকানরা।

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলংকা।  সিরিজের অপর দল আফগানিস্তান। রাওয়ালপিন্ডিতে ১৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় শুরু করবে লংকানরা।

শ্রীংলংকার বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই  টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১২ অক্টোবর টেস্ট সিরিজ শুরু হবে। ৮ নভেম্বর ওয়ানডে দিয়ে সিরিজ শেষ হবে। দু’দিন বিরতির পর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
চাকসু নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে
১০