এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী বুলবুল

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চলমান এশিয়া কাপে টাইগারদের ভালো করার সম্ভাবনা আছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে  নিজেদের সেরাটা দিতে পারলে  অবশ্যই ভালো করবে টাইগাররা।

প্রথমবারের মত ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করবে বাংলাদেশ। আজ বিসিবির রান-স্কোরিং কর্মশালায় সাংবাদিকদের বুলবুল বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের স্মরণীয় করে রাখার সম্ভাবনা আছে। যেকোনও ভবিষ্যদ্বাণী করা কঠিন, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। তবে আমি আত্মবিশ্বাসী।’

সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুলের বিশ্বাস, রানিং বিটুইন দ্য উইকেট খুবই গুরুত্বপূর্ণ হবে।

তিনি বলেন, ‘আমি মনে করি রানিং বিটুইন দ্য উইকেট খেলার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আমরা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে ১০ রান বেশি করতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।’

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলংকা এবং আফগানিস্তান। আগামীকাল আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে টাইগাররা।

হংকংকে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হলেও, বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলংকা।

হংকংকে ৯৪ রানে হারিয়ে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান।

আবুধাবির উইকেট বাংলাদেশের মতই হবে বলে বিশ্বাস করেন বুলবুল। তিনি বলেন, ‘আবুধাবিতে, ঘরের মাঠের মত সুবিধা পেতে পারে বাংলাদেশ। আমাদের দক্ষতা এবং সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের সেরাটা দিতে পারলে ভালো কিছু সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।;

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০