বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে রিফাতের হাফ সেঞ্চুরি

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশি যুবাদের হয়ে ম্যাচে হাফসেঞ্চুরি  করেছেন ওপেনার রিফাত বেগ 

গত রাতে ব্রিস্টলে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে  টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভাল সূচনা করে বাংলাদেশ। ৫৫ বলে ৫০ রানের সূচনা করেন দুই ওপেনার রিফাত ও জাওয়াদ আবরার। জুটিতে ২৩ বলে ব্যক্তিগত ২৩ রান তুলে সাজঘরের পথ ধরেন আবরার।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিমের সাথে ৪৬ রানের জুটি গড়ে থামেন রিফাত। এই জুটিতে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আগের ম্যাচের মত এবারও ৫১ রান করেন রিফাত।

১৭তম ওভারের শেষ বলে রিফাত ফেরার ১ ওভার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮ ওভারে ২ উইকেটে ১০১ রান করে বাংলাদেশ। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।

অধিনায়ক আজিজুল ১৯ ও রিজান হোসেন ২ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের জেমস ফ্লেডম্যান ও জেএ নেলসন ১টি করে উইকেট নেন।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৭ রানে এবং দ্বিতীয়টি ইংল্যান্ড ৪ উইকেটে জিতেছে। ফলে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

আগামীকাল বেকেনহামে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-ইংল্যান্ডের যুবারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
চাকসু নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে
১০