বাংলাদেশের জেসিসহ ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচে নারী আম্পায়ার

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : চলতি মাসেই ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ নারী বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে।

বিশ্বকাপের জন্য ১৪ জন নারী আম্পায়ার ও ৪ জন নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি।

এই প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করবে। এর আগে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করেছিলেন।

১৪ জনের আম্পায়ারের তালিকায় বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও আছেন। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি।

ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ নারী আম্পায়ার দিয়ে পরিচালনার উদ্যোগকে ঐতিহাসিক মনে করছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। 

এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলক। আমরা বিশ্বাস করি, খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিসিয়ালসদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়। ক্রিকেটে লিঙ্গ সমতা বাড়ানোর ক্ষেত্রে এটি আইসিসির অবিচল অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন।’

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।

ম্যাচ অফিসিয়ালস আম্পায়ার :
সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যান্ডেজ লা বোর্দে, সু রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিডান, ক্লেয়ার পোলোসাক, লরেন এজেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ডাম্বানেভা।

ম্যাচ রেফারি : ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০