বাংলাদেশের জেসিসহ ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচে নারী আম্পায়ার

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : চলতি মাসেই ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ নারী বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে।

বিশ্বকাপের জন্য ১৪ জন নারী আম্পায়ার ও ৪ জন নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি।

এই প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করবে। এর আগে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করেছিলেন।

১৪ জনের আম্পায়ারের তালিকায় বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও আছেন। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি।

ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ নারী আম্পায়ার দিয়ে পরিচালনার উদ্যোগকে ঐতিহাসিক মনে করছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। 

এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলক। আমরা বিশ্বাস করি, খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিসিয়ালসদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়। ক্রিকেটে লিঙ্গ সমতা বাড়ানোর ক্ষেত্রে এটি আইসিসির অবিচল অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন।’

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।

ম্যাচ অফিসিয়ালস আম্পায়ার :
সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যান্ডেজ লা বোর্দে, সু রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিডান, ক্লেয়ার পোলোসাক, লরেন এজেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ডাম্বানেভা।

ম্যাচ রেফারি : ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
চাকসু নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে
১০