বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

গত রাতে শ্রীলংকার কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। বল হাতে ম্যাচের প্রথম ডেলিভারিতে উইকেট শিকার করেন বাংলাদেশ পেসার মারুফা আকতার। গোল্ডেন ডাক মারেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে আবারও উইকেট শিকারে মাতেন মারুফা। এবার ২ রান করা অ্যানেরি ডার্কসনকেও বোল্ড করেন মারুফা। এতে ১৭ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন তানজিম ব্রিটস ও মারিজান ক্যাপ। অষ্টম ওভারের শেষ বলে ২১ রান করা ক্যাপকে বোল্ড করেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।

ইনিংসের নবম ওভারের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। বৃষ্টির ধারা অব্যাহত থাকায়  শেষপর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার আগে ৯ ওভারে ৩ উইকেটে ৪৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ব্রিটস ১৯ ও আনিকে বশ শূন্য রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের মারুফা ৪ ওভারে ৮ রানে ২ এবং নাহিদা ১ ওভারে ৬ রানে ১ উইকেট নেন।

আগামীকাল কলম্বোতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ নারী ওয়ানডে দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০