ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৮:২৮

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডেতে নির্ধারিত সব ওভারেই স্পিন দিয়ে শেষ করেছে ক্যারিবীয়রা। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডতে ৫০ ওভারের সবগুলোই স্পিনারদের দিয়ে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ইতিহাসে এর আগে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিনাররা করেছিল। 

তিন ম্যাচে ৪৪ ওভার স্পিন দিয়ে করিয়ে রেকর্ড গড়েছিল শ্রীলংকা। ১৯৯৬ সালে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৯৯৮ সালে কলম্বোয় নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২০০৪ সালে ডাম্বুলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৪৪ ওভারই স্পিনারদের দিয়ে করেছিল লংকানরা। 

বাংলাদেশের মাঠে এর আগে সর্বোচ্চ ৪০ ওভার বোলিং করেছিল স্পিনাররা। দু’বারই রেকর্ড বইয়ে নাম তুলেছিল বাংলাদেশ। ২০০৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ ওভারই স্পিনারদের দিয়ে করেছিল টাইগাররা।

আজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ স্পিনার ১০ ওভার করে পুরো ৫০ ওভার বোলিং করেছেন। দুই প্রান্ত দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের আক্রমণ শুরু করেন আকিল হোসেন ও রোস্টন চেজ। এরপর তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন খারি পেইরি। চতুর্থ ও পঞ্চম বোলার হিসেবে বোলিং করেন গুদাকেশ মোতি ও আলিক আথানাজে। 

মোতি ৬৫ রানে ৩টি, আকিল ৪১ রানে ও আথানাজে ১৪ রানে ২টি করে উইকেট শিকার করেন। চেজ ৪৪ ও পেইরি ৪৩ রান দিলেও কোন উইকেটের দেখা পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০