
ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ (বাসস) : ওপেনার কুইন্ট ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচ ২ উইকেটে জিতেছিল পাকিস্তান।
ফয়সালাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গারের তোপে ২২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ফখর জামান শূন্য, বাবর আজম ১১ ও মোহাম্মদ রিজওয়ান ৪ রানে বার্গারের শিকার হন।
চতুর্থ উইকেটে ১১৯ বলে ৯২ রানের জুটিতে পাকিস্তানকে চাপমুক্ত করেন আরেক ওপেনার সাইম আইয়ুব ও সালমান আঘা। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশের শিকার হন। ৫ চার ও ১ ছক্কায় সাইম ৫৩ এবং ৫টি বাউন্ডারিতে সালমান ৬৯ রান করেন। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নাওয়াজকে নিয়ে ৫৯ রান যোগ করেন সালমান।
দলীয় ১৯০ রানের মধ্যে তাদের বিদায়ের পর পাকিস্তানকে লড়াকু পুঁজি এনে দেন মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ। সপ্তম উইকেটে ৩৫ বলে ৪৩ রান যোগ করেন তারা। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান করে পাকিস্তান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৯ রান করেন নাওয়াজ। ২টি করে চার-ছক্কায় ১৮ বলে ২৮ রান করেন ফাহিম।
দক্ষিণ আফ্রিকার বার্গার ৪ উইকেট নেন।
জবাবে উদ্বোধনী জুটিতে ৮১ রান তুলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লুহান ডি প্রিটোরিয়াস ও ডি কক। ৭ চার ও ১ ছক্কায় ৪৬ রান করে প্রিটোরিয়াস ফেরার পর দক্ষিণ আফ্রিকার জয়ের পথ পরিস্কার করেন ডি কক ও টনি ডি জর্জি। দ্বিতীয় উইকেটে ১৩৭ বলে ১৫৩ রান যোগ করে দলীয় স্কোর ২শ পার করেন তারা। এই জুটিতেই ওয়ানডেতে ২২তম সেঞ্চুরির দেখা পান ডি কক।
দলের জয় থেকে ৩৬ রান দূরে থাকতে আউট হন জর্জি। ৯টি চার ও ৩টি ছক্কায় ৬৩ বলে ৭৬ রান করেন তিনি।
এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ব্রিটস্কিকে নিয়ে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫৯ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ডি কক। ৮টি চার ও ৭টি ছক্কায় ১১৯ বলে ১২৩ রানের অনবদ্য ইনিংসে ম্যাচ সেরা জন ডি কক। ১৭ রানে অপরাজিত থাকেন ব্রিটস্কি।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নামবে দু’দল।