৪৭৬ রানে অলআউট বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:২৫

ঢাকা, ২০ নভেম্বর ২০২৫ (বাসস) : মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান করেছিল বাংলাদেশ। মুশফিক ৯৯ ও লিটন ৪৭ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ১১তম ব্যাটার তিনি। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৬ রানে আউট হন মুশফিক। তার ২১৪ বলের ইনিংসে ৫টি চার ছিল। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন জুটি ১০৮ রান তুলেন।

দলীয় ৩১০ রানে মুশফিক ফেরার পর মেহেদি হাসান মিরাজের সাথে ১২৩ রান যোগ করেন লিটন।  এই জুটিতেই টেস্টে পঞ্চম শতকের দেখা পান তিনি। ৮ চার ও ৪ ছক্কায় ১৯২ বলে ১২৮ রানে আউট হন লিটন। মিরাজ করেন ৪৭ রান। 

লোয়ার অর্ডারে তাইজুল ইসলাম ৪, হাসান মুরাদ ১১, খালেদ আহমেদ ৮ ও এবাদত হোসেন অপরাজিত ১৮ রান করেন। 

এছাড়া বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮, মোমিনুল হক ৬৩, সাদমান ইসলাম ৩৫ ও মাহমুদুল হাসান জয় রান করেন। 

বল হাতে আয়ারল্যান্ড স্পিনার এন্ডি ম্যাকব্রিন ১০৯ রানে ৬ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা 
চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির ১৪ বছরের জেল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯৭ মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ২৩ জঙ্গি নিহত
রাসিকের নয়া প্রশাসকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শুরু
শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ ‘এ’ দল
রংপুরে ভোটকেন্দ্র ও কক্ষ পুনর্বিন্যাসে ব্যস্ত প্রশাসন
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
১০