বাসস
  ০৪ জানুয়ারি ২০২৫, ২২:০১

মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণে বাংলাদেশি পর্যটকদের দিকে দৃষ্টি চীনের

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : উচ্চমানের চিকিৎসা সেবা থেকে শুরু করে ঐতিহ্যবাহী চীনা মেডিসিন থেরাপিসহ ক্রমবর্ধমান চিকিৎসা পর্যটন খাতে বাংলাদেশি ভ্রমণকারীদের আকৃষ্ট করার জন্য চীন তার লক্ষ্য নির্ধারণ করেছে।

গত সপ্তাহে রাজধানীতে অনুষ্ঠিত চীন মেডিকেল ট্যুরিজম প্রমোশন কনফারেন্স ‘নিহাও! চায়না’- চীনের মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণ ও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের একটি পদক্ষেপ।

বাংলাদেশে চীনা দূতাবাসের আয়োজনে ও বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টার আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক লোক অংশ নেন।

এই উদ্যোগটি মেডিকেল ট্যুরিজম ও সাংস্কৃতিক বিনিময়ে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দিয়েছে।

সম্মেলনে উভয় দেশের স্বাস্থ্যসেবা পেশাদার ও ভ্রমণ বিশেষজ্ঞরা চীনে মেডিকেল ট্যুরিজমের অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করেন। 

তারা বেইজিং, গুয়াংঝু এবং কুনমিং-এর মতো এন্ট্রি পয়েন্টের মাধ্যমে স্বাস্থ্য চেক-আপ ট্যুর, ওয়েলনেস রিট্রিট এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধের অভিজ্ঞতাসহ বিভিন্ন ভ্রমণ প্যাকেজের সামগ্রিক ধারণা দিয়েছেন।

কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, এই সময়টি ২০২৫ সালে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকীর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ যা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও যোগাযোগের বছর হিসাবে মনোনীত হয়েছে। 

উপস্থিত অনেকেই চিকিৎসা পর্যটনকে মূল ফোকাস হিসাবে রেখে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে এই উদ্যোগটি কাজে লাগানোর জন্য উৎসাহ প্রকাশ করেছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি উভয় দেশের ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মিডিয়া এবং

সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ছিলেন।