অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২১:৩১
এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দিনাজপুর শহরে ইনস্টিটিউট মাঠে আয়োজিত এনসিপির পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন। ছবি: বাসস

দিনাজপুর, ৪ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে চাই। আমরা চাই উৎপাদনের সুষম বণ্টন।

জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে এনসিপির নেতৃবৃন্দ দিনাজপুরে এসে পৌঁছেন। শহরের দিনাজপুর ইনস্টিটিউট মাঠে পদযাত্রা শেষে পথসভায় বক্তব্যে নাহিদ এসব কথা বলেন।

এনসিপি বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে। একটি দলের পরিবর্তে অন্যদলকে বসানোর জন্য নয়। কিন্তু আমাদের স্বপ্ন এখনো পূরণ হয়নি। নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি। ফ্যাসিস্ট কাঠামো এখনো রেখে দেয়ার চেষ্টা হচ্ছে।

তিনি আরও বলেন, খাদ্যশস্যের জন্য দিনাজপুর গুরুত্বপূর্ণ। কিন্তু, যে কৃষক ধান উৎপাদন করে সে কৃষক ধানের ন্যায্য মূল্য পায়না। সিন্ডিকেটের কারণে কৃষকেরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। যে দিনাজপুর সারাদেশের মানুষকে খাওয়ানোর সক্ষমতা রাখে সে কৃষকেরা নিজেদের ছেলেমেয়েদের খাওয়াতে পারেনা। এমন বৈষম্যের দেশ আমরা চাইনা। আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানে সুষম বণ্টন হবে। অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে চাই।

নাহিদ বলেন, আমরা আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে যাবোনা। ইনশাআল্লাহ আমরা দেশ গড়তে সফল হবো। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। এ ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যোগ করতে হবে। যারা শহীদ ও আহত হয়েছে তাদের স্বীকৃতি এ ঘোষণাপত্রে থাকতে হবে।

পদযাত্রাটি সার্কিট হাউজ মোড় এলাকা থেকে শুরু করে স্টেশন রোড় ও বাহাদূর বাজার প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউটে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন  
চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ
নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
১০