চীন দূতাবাস ও আটাব চীনা পর্যটন দিবস উদযাপন করেছে

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:৫৩
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশে চীনের দূতাবাস, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যৌথ উদ্যোগে আজ ঢাবির শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) চীনা পর্যটন দিবস ২০২৫ উদযাপিত  হয়েছে। 

চীনের দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা লি শাওপেংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাব সভাপতি আবদুস সালাম আরেফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই।

এ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা এবং ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে চীনের বেইজিং, গুয়াংডং এবং ইউনান প্রদেশের মনোরম সৌন্দর্য ও পর্যটন আকর্ষণ তুলে ধরা হয়। 

অংশগ্রহণকারীরা চীনের সমৃদ্ধ ঐতিহ্য, শৈল্পিক সৌন্দর্য এবং বিশ্বমানের পর্যটন অবকাঠামোর এক অপূর্ব অভিজ্ঞতা লাভ করেন।

আবদুস সালাম আরেফ চীনের পর্যটন খাতে উৎকর্ষ এবং বাংলাদেশ-চীনের পর্যটন সহযোগিতা গভীর করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি পর্যটন, অবকাঠামো ও সংস্কৃতি সংরক্ষণে চীনের বিশ্বব্যাপী স্বীকৃতির কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সরাসরি বিমান সংযোগ পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু, কুনমিং, বেইজিং এবং ক্যান্টনে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে, যা ভ্রমণকে সহজ করে তুলেছে।

পর্যটন অংশীদারিত্ব, ভিসা সুবিধা এবং যৌথ উদ্যোগ আরও প্রসারিত হলে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, আটাব চীনের পর্যটন সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে বাংলাদেশ ও চীনের মধ্যে ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই উদযাপন বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সহযোগিতার প্রতিফলন, যা দুই দেশের মধ্যে পর্যটন বাণিজ্যকে আরোও জোরদার করবে।
অনুষ্ঠানে আটাব সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০