পোপ চতুর্দশ-এর শৈশবের বসত বাড়ি পর্যটন কেন্দ্রে পরিণত হবে

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৩:০৪ আপডেট: : ১২ জুলাই ২০২৫, ১৩:১৬

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : পোপ লিও চতুর্দশের ইলিনয়ে বেড়ে ওঠা শৈশবের স্মৃতি বিজড়িত বসত বাড়িটিকে একটি ঐতিহাসিক স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতোপূর্বে বাড়িটি বিক্রি করে দেয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ডব্লিউজিএন টেলিভিশন জানিয়েছে, শিকাগোর শহরতলির ২১ হাজার জনসংখ্যা অধ্যুষিত ডল্টন গ্রামে অবস্থিত ছোট্ট ইটের বাড়িটির বর্তমান মালিক ৩ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি করেছেন।  

এতে বলা হয়েছে, মালিক গত বছর প্রথম আমেরিকান পোপ হিসেবে পোপ লিওর নির্বাচিত হওয়ার আগে ৬৬ হাজার ডলারে বাড়িটি ক্রয় এবং ব্যাপক সংস্কার করেন।

ডল্টন গ্রামের ট্রাস্টি বোর্ড এই মাসের শুরুতে তিন শয়নকক্ষের বাড়িটি কিনে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন।

ডব্লিওবিইজেড শিকাগো রেডিও’র খবর  অনুসারে, পোপ লিওর মা-বাবার জন্ম রবার্ট প্রিভোস্টে। ১৯৪৯ সালে তারা বাড়িটি কিনেছিলেন এবং ১৯৯৬ সালে এটি তারা বিক্রি করে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশের মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে : ব্যারিস্টার মীর হেলাল
১০