ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : পোপ লিও চতুর্দশের ইলিনয়ে বেড়ে ওঠা শৈশবের স্মৃতি বিজড়িত বসত বাড়িটিকে একটি ঐতিহাসিক স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতোপূর্বে বাড়িটি বিক্রি করে দেয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ডব্লিউজিএন টেলিভিশন জানিয়েছে, শিকাগোর শহরতলির ২১ হাজার জনসংখ্যা অধ্যুষিত ডল্টন গ্রামে অবস্থিত ছোট্ট ইটের বাড়িটির বর্তমান মালিক ৩ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি করেছেন।
এতে বলা হয়েছে, মালিক গত বছর প্রথম আমেরিকান পোপ হিসেবে পোপ লিওর নির্বাচিত হওয়ার আগে ৬৬ হাজার ডলারে বাড়িটি ক্রয় এবং ব্যাপক সংস্কার করেন।
ডল্টন গ্রামের ট্রাস্টি বোর্ড এই মাসের শুরুতে তিন শয়নকক্ষের বাড়িটি কিনে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন।
ডব্লিওবিইজেড শিকাগো রেডিও’র খবর অনুসারে, পোপ লিওর মা-বাবার জন্ম রবার্ট প্রিভোস্টে। ১৯৪৯ সালে তারা বাড়িটি কিনেছিলেন এবং ১৯৯৬ সালে এটি তারা বিক্রি করে দেন।