দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা শুরু হচ্ছে ৩০ অক্টোবর

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ), ২০২৫’ শুরু হচ্ছে আগামী ৩০ অক্টোবর। এতে বিশ্বের ২০টিরও বেশি দেশের আড়াই শতাধিক এক্সিবিউটর অংশ নেবে। 

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলার আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টোয়াব জানায়, মেলার ১৩তম আসরে চারটি প্যাভিলিয়নে ২২০টি স্টল থাকবে। এতে দুই হাজার ব্যবসায়ী প্রতিনিধি এবং ৫০ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, এবারের মেলায় একটি বিশেষ মেডিকেল ট্যুরিজম জোন থাকবে।

তিনি জানান, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার জাতীয় পর্যটন সংস্থাগুলো ইতোমধ্যেই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। মালয়েশিয়া, মালদ্বীপ, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা আসবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইন এবং দেশীয় ভ্রমণ সংস্থাগুলোও অংশ নেবে।

প্রদর্শনীর পাশাপাশি মেলায় বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন, সেমিনার এবং গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের পর্যটন গন্তব্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্র থাকবে।

টোয়াব পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তসলিম আমিন শোভন বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় এবারের মেলা হবে বৃহৎ পরিসরে, আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ। এবার উন্নত ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রথমবারের মতো একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। এর মাধ্যমে  দর্শনার্থীরা ভেন্যুর মানচিত্র ও স্টলের তথ্য জানতে পারবেন।

মেলায় টেকসই উন্নয়ন এজেন্ডা তুলে ধরে আয়োজকরা প্লাস্টিক ফ্রি ইভেন্ট, গাছ লাগানো এবং দেশের আট বিভাগেই পরিবেশবান্ধব পর্যটন প্রচারণার অঙ্গীকার করেছেন।

মেলা ভ্রমণ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং স্টোরি টেলিং প্রতিযোগিতাও থাকবে। বিজয়ীদের কাজগুলো মেলায় প্রদর্শিত হবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা পর্যটন খাতের উন্নয়নে এ মেলার গুরুত্ব তুলে ধরে সরকারি সহায়তার আশ্বাস দেন।

টোয়াব পরিচালক (মিডিয়া ও জনসংযোগ) মো. ইউনুছের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর সভাপতি মো. তানজিম আনোয়ারও বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি : সারজিস আলম
বিশ্ব মান দিবস উপলক্ষে গাজীপুরে সভা
ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড
নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে: আলতাফ হোসেন চৌধুরী
সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের ১৯ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ
মানসম্মত পণ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব বিএসটিআই’র
নীলফামারীতে টিকা পাবে ৫ লাখের বেশি শিশু
নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বিএনপি : সেলিমা রহমান
১০